এসআই ও স্ত্রী নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা

পপুলার২৪নিউজ ডেস্ক :

এসআই সাত্তারের ভাই বাবলু রহমান রোববার দুপুরে মামলা করেন বলে রূপনগরের ওসি সৈয়দ শহিদ আলম জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ সাত্তার ও শম্পাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই তাদের মৃত ঘোষণা করা হয়।

পুলিশের ধারণা, সাত্তার নিজের সরকারি অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে আত্মহত্যা করেছেন।

সাত্তার সম্প্রতি এএসআই থেকে এসআই হিসেবে পদোন্নতি পাওয়ার পর গত ২৫ জুন বাড্ডা থানায় যোগ দিয়েছিলেন। এর আগে তিনি দারুস সালাম, শাহ আলী ও পল্লবী থানায় দায়িত্ব পালন করেন।

নিহত শম্পা ছিলেন সাত্তারের দ্বিতীয় স্ত্রী। বছরখানেক আগে প্রথম স্ত্রীর খালাত বোন শম্পার সঙ্গে তার বিয়ে হয় বলে পুলিশ জানিয়েছে।

তার প্রথম স্ত্রীর ঘরে ১০ ও ৬ বছরের দুটি ছেলে রয়েছে। প্রথম স্ত্রী দুই সন্তানকে নিয়ে অন্য বাসায় থাকেন।

পূর্ববর্তী নিবন্ধ‘সাংসদের ফোন নম্বর ক্লোন করে চাঁদাবাজি’
পরবর্তী নিবন্ধভিডিও নয় একটি আপত্তিকর সেলফি আছে, দাবি ইভানের