এলির সঙ্গে রোম্যান্সে মাতলেন আমির খান

নিজস্ব ডেস্ক:

‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির খান। এরইমধ্যে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে অভিনেত্রী এলি আব্রামের সঙ্গে রোম্যান্সে মেতে উঠতে দেখা গেলো।

আমির-এলির রোম্যান্সের সেই ঝলকও ইতিমধ্যেই সামনে এসেছে। যেখানে এলিকে ভালোবাসায় আগলে রাখতে দেখা গেলো।

এলির আসন্ন ছবি ‘কই জানে না’-তে একটি রোম্যান্টিক ডান্স নম্বরে নায়িকার সঙ্গে দেখা মিলবে আমির খানের। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন আমিরের বন্ধু আমিন হাজি। বন্ধুর আবদার মেনেই এই ছবিতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক নারী দিবস আজ, সমতার বিশ্ব গড়ার প্রত্যয়
পরবর্তী নিবন্ধমংলায় এসেছে ভারতের যুদ্ধজাহাজ