এমপি লিটন হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চন্দন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও ইন্টারপোলের রেড নোটিশ জারি করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামির নাম চন্দন কুমার রায়।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত হন এমপি লিটন। ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার পরদিন সুন্দরগঞ্জ থানায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধফাইনালের টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
পরবর্তী নিবন্ধফাইনালে পাকিস্তানকে ১৭১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা