এমন নির্বাচন চাইনি : সিইসি

নিজস্ব প্রতিবেদক:এমন নির্বাচন তিনি চাননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে নিজে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় রাজধানীর চারদিকে গোলাগুলি, ককটেলসহ বিক্ষিপ্ত যেসব সংঘর্ষের খবর শোনা যাচ্ছে, সে বিষয়ে জানতে চাওয়া হয় সিইসির কাছে। এতে তিনি বলেন, এমন ভোট আমরা চাইনি। এখনও চাই না।

নূরুল হুদা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আমাদের নির্দেশ, এমন ঘটনা যদি ঘটে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

নির্বাচনী পরিস্থিতি শান্ত রাখতে প্রার্থী, ভোটার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিইসি। তিনি বলে, ভোটের সপক্ষে পরিবেশ যেন বজায় থাকে। তবে এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।

সকাল থেকে বিভিন্ন ঘটনা ঘটেছে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ, গোলযোগের খবর পাওয়া গেছে। এমন ভোট কি আসলে আপনারা চেয়েছিলেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না, আমরা এমন ভোট চাইনি, এখনো চাই না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার নির্দেশ, এ জাতীয় কোনো পরিস্থিতি ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। যারা প্রার্থীদের সমর্থক তাদের প্রতি আমার অনুরোধ, তারা যেন পরিবেশ-পরিস্থিতি শান্ত রাখেন। ভোটের সপক্ষে পরিবেশ যেন বিরাজ থাকে। তাদের প্রতি এটা আমার একান্ত অনুরোধ।

আপনি বলেছেন ইভিএমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাচ্ছেন? কিন্তু বয়স্ক অনেক ভোটার রয়েছেন যাদের ফিঙ্গার না মেলার কারণে তারা ভোট দিতে পারছেন না? জবাবে তিনি বলেন, ভোট দিতে পারার তিন চারটা উপায় আছে, একটা না একটা উপায় সে পাবেই। যেমন আইডি কার্ড দেখাতে পারে, ভোটার নম্বর দেখাতে পারে। এগুলো মিললে ভোটারের ছবি এবং আইডি আসবে এবং তারা ভোট দিতে পারবেন।

ভোটার উপস্থিতি সম্পর্কে সিইসি বলেন, সকাল থেকে যা দেখলাম, এখন পর্যন্ত (বেলা সোয়া ১১টা) ভোটার উপস্থিতি ভালো না। দেখলাম এই কেন্দ্রে (উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে) ২৭৬ জন ভোটার এখন পর্যন্ত এসেছে। আশা করছি, পরে আরও আসবে। তিনি বলেন, সকালের দিকে যে দু-একটি কেন্দ্র পরিদর্শন করেছি সেখানেও লোকজন কম ছিল।

নূরুল হুদা বলেন, আমরা ভোটের পরিবেশ সৃষ্টি করেছি। আমাদের যে দায়িত্ব সেটা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছি-রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সব কিছু। আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। তিনি বলেন, যারা প্রার্থী, নির্বাচনে অংশগ্রহণ করছে ভোটার আনার দায়িত্ব তাদের বেশি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির অভিযোগ নতুন কিছু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধচীনে থেকে দেশে ফেরত আনা ৮ জনকে হাসপাতালে ভর্তি