এমকে আনোয়ারের মানহানি মামলা স্থগিত

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে মানহানি মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে এ মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালতে এমকে আনোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে বায়তুল মোকাররম এলাকায় পবিত্র কোরান শরীফে আগুন দেওয়ার ঘটনা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষের নেতৃত্বে হয়েছে, এমকে আনোয়ার এমন বক্তব্য দিয়েছেন অভিযোগ করে এ মামলা দায়ের করা হয়।

একই বছরের ৭ মে মামলাটি দায়ের করেন দেবাশীষ বিশ্বাস। মামলায় ২০১৪ সালের ৭ অক্টোবর এমকে আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ।

বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সগীর হোসেন লিয়ন জানান, অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন এমকে আনোয়ার। এ আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট মামলার কার্যাক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধহোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দুর্বল ছিল: ফায়ার সার্ভিস
পরবর্তী নিবন্ধপ্রণব দা বাবার মতো করে পথ দেখিয়েছেন: মোদি