এবার সরকারি অর্থে হজ নয়: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলমসহ অনেকে।

জাহাজে হজে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সৌদি সরকার বলেছে যদি আমরা নৌপথে পাঠাতে চায় তবে কোনো আপত্তি নেই। হাজিদের আগ্রহের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি এখন রাজনৈতিক: রিজওয়ানা হাসান
পরবর্তী নিবন্ধএক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার