স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ইতিমধ্যে হিউস্টন ছেড়ে বিশ্বকাপের টিম বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের পর এবার তাদেরই বিপক্ষে বিশ্বকাপের মূল পর্বের প্রস্তুতি ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছেন টাইগাররা।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে একটি তিন ম্যাচের সিরিজ খেলে ২-১এ হেরেছে বাংলাদেশ।
এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি ম্যাচ শান্তদের। সেটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের মূল পর্বে লড়াইয়ের আগে ভালো কিছুই করতে চাইছে শান্ত বাহিনী। এদিকে, সিরিজ জয়ের সুবাদে এই প্রস্তুতি ম্যাচেও জয় চাইছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।