এবার ধর্মকর্মেও রোবট!

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিভিন্ন শিল্প-কারখানায় মানুষের চাকরি দখল করে এবার ধর্মকর্মের জায়গাও বুঝি দখল করতে চলেছে রোবট! রোবটই করবে আপনাকে আশীর্বাদ৷ অবিশ্বাস্য লাগছে? কিন্তু এটাই সত্যিই৷ জার্মানির একটি চার্চেই রয়েছে এমনই একটি রোবট চালিত যাজক৷ তার কাছে প্রার্থনা করলেই সমস্ত মনষ্কামনা পূর্ণ হয়৷

ওই বিশেষ যাজকটির নাম ‘ব্লেস ইউ-২’৷ ওই বিশেষ চার্চটির নাম ইভানগেলিকাল চার্চ৷ এই বিশেষ রোবোটিক যাজকটি মেটালিকের তৈরি৷ ওই রোবটটির মধ্যেই রয়েছে একটি স্পেশাল স্ক্রীন৷ সেখানেই সকলে আশীর্বাদের জন্য প্রার্থনা করে৷ আর তারপরের দৃশ্যটিই অবিশ্বাস্য৷ ওই রোবটটি হাসিমুখে হাত তুলে আশীর্বাদ করে তার ভক্তদেরকে৷ এমনকি সেই রোববটিও প্রত্যেককে বলে, ‘গড ব্লেস ইউ অ্যান্ড প্রোটেক্ট ইউ৷’

এমনকি এই রোবটটিকে এমন ভাবেই তৈরি করা হয়েছে, যেটি চার্চের উন্নয়নের জন্যও যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময়ও এই যাজকটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

পূর্ববর্তী নিবন্ধবন্ড গার্ল মলি পিটার্স আর নেই
পরবর্তী নিবন্ধবজ্রপাতে প্রাণ গেল ৭ জনের