পপুলার২৪নিউজ ডেস্ক:
যৌথ প্রযোজনা তথা কলকাতার ছবি নিয়ে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি যখন উত্তপ্ত ঠিক সে মুহূর্তে বাংলাদেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সম্পূর্ণ কলকাতার ছবি দেব অভিনীত ‘চ্যাম্প’। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ছবিটি এ দেশে মুক্তি পাচ্ছে।
বাংলাদেশে ছবিটি আমদানি করেছে তিতাস কথাচিত্র নামের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ছবিটি মুক্তির অনুমতি চেয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র জানিয়েছে, অনুমতি দেয়ার যাবতীয় কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। চলতি ঈদে ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে। পাইরেসি হওয়ার আগেই দ্রুত বাংলাদেশে মুক্তি দেয়ার চেষ্টা করছে আমদানিকারক প্রতিষ্ঠান।
এমনিতেই কলকাতায় কোনো ছবি মুক্তি পেলে মুক্তির কয়েকদিন পরই বাংলাদেশে ছবিটির সিডি পাওয়া যায়। কলকাতা থেকেই পাইরেসি হয়ে বাংলাদেশের বাজারে অবৈধভাবে ঢুকে পড়ে এসব নতুন ছবি।
এদিকে যৌথ প্রযোজনার নামে কলকাতার ছবি বাংলাদেশে অবাধে প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত দু’মাস ধরে প্রকাশ্যে আন্দোলন করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। যদিও সাফটা চুক্তি নিয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।
তবে এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ চুক্তি বাতিল করার কথাও বলেছেন তারা। কারণ এ চুক্তির আওতায় কলকাতার নতুন ছবি আমদানি করা হলেও বিনিময়ে বাংলাদেশের পুরনো ছবি রফতানি করা হয়। যেমন- কলকাতায় মাত্র এক সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্প’ বাংলাদেশে মুক্তি দেয়ার আয়োজনের প্রক্রিয়া চললেও এর বিনিময়ে কলকাতায় রফতানি করা হয়েছে ২০১৬ সালের ১৯ আগস্ট মুক্তিপ্রাপ্ত কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত ও ফিরোজ খান পরিচালিত ছবি ‘মাস্তানি’।
এ ছবিটির নির্মাণশৈলী ও মান এতটাই নিন্মমানের যে, এ ছবি কলকাতায় প্রদর্শিত হলে বাংলাদেশের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ওখানকার মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হবে বলে অনেকের অভিমত।