এবার কেড়ে নেয়া হলো পুতিনের ব্ল্যাক বেল্ট

স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে হামলার কারণে একে একে রাশিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে উঠছে পুরো ক্রীড়া বিশ্ব। প্রথমে কয়েকটি দেশের বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে না চাওয়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাশিয়া থেকে সরিয়ে আনার পর জানা গিয়েছিল আন্তর্জাতিক জুডো ফেডারেশন পুতিনের সম্মানসূচক সভাপতির পদকও কেড়ে নিয়েছে। সর্বশেষ ফিফা এবং উয়েফা জানিয়েছে রাশিয়া বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবে না।

ফিফা-উয়েফার এই ঘোষণা আসতে না আসতেই টুইটের মাধ্যমে আন্তর্জাতিক তায়কোয়ান্দো ঘোষণা দিয়েছে, পুতিনের ব্ল্যাক বেল্ট তারা প্রত্যাহার করে নিয়েছে। ‘ওয়ার্ল্ড তায়কোয়ান্দো’ জানিয়েছে, তারা বিশ্বে শান্তি চায়। এ কারণে ইউক্রেনে রাশিয়ার হামলা মানে শান্তি নস্যাৎ হয়ে যাওয়া। সুতরাং, কোনোভাবেই পুতিন ব্ল্যাক বেল্ট ধারণ করতে পারেন না।

আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা, জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোন্দো সংস্থা বিভিন্নভাবে পুতিনের সম্মান কেড়ে নিচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি) এক বিবৃতিতে লিখেছে, ‘ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি নীতি গুরুতর লঙ্ঘন করেছে রাশিয়া। এ ছাড়াও অতীতে রাশিয়ার সরকারের অলিম্পিকস চার্টারের অন্যান্য নিয়ম লঙ্ঘন বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে রাশিয়া সরকারে গুরুত্বপূর্ণ কাজ করে এমন সমস্ত ব্যক্তির কাছ থেকে অলিম্পিকস অর্ডার প্রত্যাহার করে নেবে আইওসি বোর্ড।’

পূর্ববর্তী নিবন্ধচিলমারী কমিউটার ট্রেনের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধপাকিস্তানে প্রবেশের আগেই অজি ক্রিকেটার অ্যাস্টন অ্যাগারকে খুনের হুমকি!