এবার আসাদুজ্জামান নূরের হাতে উঠলো ‘গোলাম মুস্তাফা পদক’

রাজু আনোয়ার:

দীর্ঘদিন ধরে বাংলাদেশের আবৃত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে এবছর ‘গোলাম মুস্তাফা পদক’-এ ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূরকে উত্তরীয় পরিয়ে দেন সুবর্ণা মুস্তাফা। তার হাতে ‘গোলাম মুস্তাফা পদক’ তুলে দেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ আয়োজিত একুশের প্রথম প্রহর উদযাপন ও গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রদান অনুষ্ঠিত হয় গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে।
দীর্ঘ পনেরো বছর ধরে ধারাবাহিকভাবে একই অনুষ্ঠান আয়োজন করে আসছে ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’। আসাদুজ্জামান নূরের হাতে ‘গোলাম মুস্তাফা পদক’ তুলে দেয়ার পর সুবর্ণা মুস্তাফা বলেন, বাংলাদেশে আবৃত্তিকে জনপ্রিয় করার পিছনে নূর ভাইয়ের বিরাট ভূমিকা রয়েছে। যতদিন ধরে এই অনুষ্ঠান হচ্ছে প্রতিটি অনুষ্ঠানেই নূর ভাই উপস্থিত থেকেছেন।
তিনি বলেন, আমি মনে করি বাংলা ভাষার সঠিক চর্চাটা পরিবার থেকেই হওয়াটা জরুরি। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে শুদ্ধ বাংলা ভাষার চর্চাটা ভীষণ জরুরি।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধেয় গোলাম মুস্তাফা ভাইয়ের প্রতিও শ্রদ্ধা রইলো। সত্যি বলতে কী আমিতো এই আবৃত্তি সমন্বয় পরিষদের ঘরের লোক। আমাকে যখন এই পদক দেয়ার জন্য চূড়ান্ত করা হচ্ছিল তখন আমিই বলছিলাম, এটা কেমন দেখাবে। তারপরও শেষ পর্যন্ত এই পদক নিতে এসে কিছুটা বিব্রত হয়েছি। তবে এই পদকে যে সবার ভালোবাসা রয়েছে সেটাই আমার জন্য অনেক ভালোলাগা।
তিনি বলেন, মুস্তাফা ভাই একজন আপসহীন, সাহসী মানুষ ছিলেন। তার সেই সাহস নিয়ে আজো এগিয়ে চলেছি। আমাদের যারা সাহস দিবেন তাদের খুব অভাব।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধচুড়িহাট্টায় আগুনের সূত্রপাত সিলিন্ডার থেকে: মেয়র
পরবর্তী নিবন্ধ৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী