এফডিসিতে মধ্যরাতের হামলা পরিকল্পিত: শাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে শুক্রবার মধ্যরাতে এফডিসিতে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

রাত পৌনে ২টার দিকে হঠাৎ করে এফডিসিতে উদয় হন সদ্যবিদায়ী কমিটির সভাপতি চিত্রনায়ক শাকিব খান।

এফডিসিতে এসেই তিনি ভোট গণনা কক্ষে প্রবেশ করতে চান। এ সময় তাকে কয়েকজন বাধা দেন। এদের মধ্যে বেশ কয়েকজনই রূপালি জগতের অচেনা মুখ।

তাদের সঙ্গে যোগ দেয় শাকিব খানবিরোধী কয়েকজন শিল্পী ও কলাকুশলী। তর্কাতর্কির এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়।

শাকিব খান জোর করে ভেতরে প্রবেশ করতে চাইলে তার গায়েও হাত তোলার প্রস্তুতি নেন কেউ কেউ। অবশ্য এর আগেই হামলা শুরু হয়ে যায়। তার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এ সময় কেউ কেউ শাকিব খানকে মদ্যপ বলে গালাগালও করেন।

কিন্তু হঠাৎ কেন শাকিব খান ভোট গণনা কক্ষে প্রবেশ করতে চাইলেন?

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘আমার কাছে বেশ কয়েকজন প্রার্থী ও সাধারণ সদস্য ভেতরে কারচুপির অভিযোগ করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা হচ্ছে, বিষয়টি শুনে আমারও বেশ খটকা লাগে।’

তিনি বলেন, ‘এটা জাতীয় পর্যায়ের কোনো নির্বাচন নয়। সাধারণ একটি সামাজিক সংগঠনের নির্বাচন। তাহলে কেন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভোট গুণতে হবে? এটা দেখতেই আমি ভেতরে প্রবেশ করতে চেয়েছি।’

শাকিব খান বলেন, ‘সমিতির ক্ষমতা বুঝিয়ে দেয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বর্তমান নির্বাচিত নেতৃবৃন্দ শপথ নেয়ার আগ পর্যন্ত আমি সমিতির সভাপতি। এ দায়িত্বে থেকে আমি কোনো অভিযোগ পেলে সেটা খতিয়ে দেখতে ভেতরে যেতেই পারি। কিন্তু আমাকে সেটা করতে না দিয়ে উল্টো আমার ওপর হামলা করা হল।’

এটা কেন হল বা কারা করল- এমন প্রশ্নে তিনি বলেন, ‘মনে হচ্ছে, পরিকল্পিতভাবেই সবকিছু করা হয়েছে।’

শাকিব খান বলেন, ‘চলচ্চিত্রেও পেশীশক্তির ব্যবহার করে নির্বাচন হবে, এটা মোটেও আশা করিনি। দিনশেষে আমরা একই পরিবারের সদস্য। এটা কেন অন্যরা বুঝেন না বা বুঝতে চান না, তা বোধগম্য নয়।’

তিনি বলেন, ‘আশা করি সবাই নিজেদের ভুল বুঝে কাজে মনোযোগ দেবেন। তবে ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে না ঘটে সেটার প্রতিও সবার লক্ষ্য রাখতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধ‘লাইক’ নিয়ে এত মাথাব্যথা কেন?
পরবর্তী নিবন্ধচাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু