এফডিসিতে পরীমণির ৫ গরু কোরবানি ও মাংস বিতরণ

বিনোদন প্রতিবেদক : গত কয়েক বছর ধরেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গরু কোরবানি দেন চিত্রনায়িকা পরীমণি। এবারও এর ব্যতিক্রম হয়নি।

এফডিসির ভেতরে ৪ নম্বর ফ্লোরের (সদ্য বিলুপ্ত) সামনে শনিবার সকালে ৫টি গরু কোরবানি দেন পরীমনি। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়।

পরীমণি এফডিসিতে আসেন বিকেল পৌনে ৪টায়। এরপর এফডিসির গেটে সবাইকে সারিবদ্ধভাবে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন।

পরীমণি বলেন, কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর গরু কোরবানি দেয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

গত কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। এবারও এফডিসিতে গরু কোরবানি দিলেন পরীমণি।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে তিন ভাইয়ের ঈদ
পরবর্তী নিবন্ধমানুষের উন্নত জীবনের জন্য কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী