এপিএলে একই দলে তামিম-মুশফিক

পপুলার২৪নিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের জোয়ার। সেই ধারাবাহিকতায় দেশ-বিদেশের খেলোয়াড়দের নিয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। সেই লিগে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তারা খেলবেন নাঙ্গরহারের হয়ে।

সোমবার দুবাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০ ক্রিকেটারকে তোলা হয় আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) নিলামে। সেখানে প্রথম দফায় তামিম-মুশফিককে কিনে নেয় নাঙ্গরহার। এখনও নিলাম চলছে। ড্রাফটের জন্য ৪০ বিদেশি খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

নিলামে ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম। আর সিলভার ক্যাটাগরিতে ছিলেন মুশফিক। প্রথম ডাকেই তাদের নেয় নাঙ্গরহার। সেই দলের আইকন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

দল পেয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বুমবুমখ্যাত ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পাকতিয়া। টি-টোয়েন্টির বিজ্ঞাপন ক্রিস গেইলকে আইকন খেলোয়াড় হিসেবে ভিড়িয়েছে বালখ। কান্দাহারের আইকন খেলোয়াড় হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।

আসছে ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এপিএলের প্রথম আসর। উদ্বোধনী আসরে শিরোপার লড়াইয়ে লড়বে পাঁচ দল।

পূর্ববর্তী নিবন্ধদেড় লাখ সেনা ছাঁটছে ভারত
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছলচাতুরি চলছে: রিজভী