এনসিসি ব্যাংক এর পক্ষ থেকে মুজিববর্ষ পালন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

এনসিসি ব্যাংকের পক্ষ থেকে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার এনসিসি ব্যাংক প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময়, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন, এফসিএমএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও এম.শামসুল আরেফিন, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, এসইভিপি ও আইসিসি বিভাগ প্রধান ফরিদউদ্দিন আল মাহমুদ, এসইভিপি এবং সিএফও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, ইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, ইভিপি এবং মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার এবং মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া, ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ঊর্ধতন নির্বাহীবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মুজিববর্ষের টিশার্ট পরিধান করে ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং শাখাসমূহে ১০ মিনিট প্ল্যাকার্ড নারিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধকোয়ারেন্টাইনে ক্রিকেটার শিখর ধাওয়ান
পরবর্তী নিবন্ধকরোনাকে মহামারি ঘোষণার নির্দেশ হাইকোর্টের