এনসিসি ব্যাংকের ধারাবাহিক ব্যবসা উন্নয়ন সভা

পপুলার২৪নিউজ ডেস্ক:

এনসিসি ব্যাংকের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শাখাসমূহের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দের ধারাবাহিক ব্যবসা উন্নয়ন সভা সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের মার্কেটিং ও শাখা বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফী মজুমদার, মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান তাহের আহমেদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম ব্যাংকের ব্যবসার বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি এনপিএল তথা নন পারফরমিং লোন কমিয়ে আনার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং আগামীতেও উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধদাঁতমারায় বহুল প্রত্যাশিত হেয়াকো-পূর্বপাড়া সড়কে ব্রীজের কাজের উদ্বোধন 
পরবর্তী নিবন্ধ৩৯তম বিশেষ বিসিএসে ৪৪৪৩ জন চিকিৎসক নিয়োগ