নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলমাল করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘সারা দেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার’ প্রতিবাদে এই নাগরিক সমাবেশের আয়োজন করে ‘গণতন্ত্র ফোরাম’।
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচন অতি প্রয়োজনীয়।দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি।’
এনসিপি গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই- আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিল, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই- গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।’
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার জন্য আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) মসনদে বসানো হয়েছে। আপনি এই মুহূর্তে এমন একটি নির্বাচন দিন, যে নির্বাচনে আমরা আমাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারি।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই মুহূর্তে ফ্যাসিস্টদের বিচার করতে হলে জনপ্রতিনিধির সরকার প্রয়োজন। তাই এই সরকারে উচিত বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।’