এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রাকেশ রহমান

পপুলার২৪নিউজ ডেস্ক:

২০-দলীয় জোটের ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন লেখক রাকেশ রহমান।

১৫ অক্টোবর ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করলে এনডিপির সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মন্জুর হোসেন ঈশাকে এনডিপি থেকে বহিষ্কার করা হয়।

ফলে দলের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল মুকাদ্দিম ও ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় মো. ওসমান গণিকে।

দলের হাল ধরতে ৩০ অক্টোবর ঢাকায় ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির এক জরুরিসভায় সর্বসম্মতিক্রমে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ইতালি প্রবাসী রাকেশ রহমানকে প্রেসিডিয়াম সদস্যদের মতামতের ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।দলের প্রচার সম্পাদক জিয়াউল হক জানান, এনডিপিতে কয়েক দিনে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।

দলের গঠনতন্ত্র মেনে দল পুনর্গঠনে রাকেশ রহমানকে এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। পাশাপাশি এনডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয় মো. ওসমান গণিকে। উল্লেখ্য রাকেশ রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে সন্ত্রাসী হামলায় বিজেপি নেতাসহ নিহত ২
পরবর্তী নিবন্ধইসি কর্মকর্তাদের ছুটি বাতিল