বিনোদন প্রতিবেদক : নারীর মুক্তি হয়েছে কী হয়নি- এ নিয়ে আলোচনা করতে বসলে অবশ্যই বলতে হবে এখনো নারীরা মুক্ত নয়। এখনো স্বাধীনভাবে পথচলায় যে কোনো বিপদের আশংকা থেকেই যায়। বেগম রোকেয়ার চেষ্টায় ‘জাগো গো ভগিনি’রা কতটুকু জেগেছে তা প্রতিদিন পত্রিকার পাতায় চোখ রাখলেই বোঝা যায়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারীরা ধর্ষণ, নিপীড়নের শিকার হচ্ছেই। কখনোবা বাসে, কখনোবা রাস্তায়, কখনোবা কর্মক্ষেত্রে- কোথাও রেহাই নেই নারীদের। নারী মুক্তির স্বপ্ন আর নির্যাতনের প্রতিরোধ নিয়ে এবার নির্মাণ হল নাটক ‘প্রতিরোধের দিন’।
প্রতিরোধের দিন নাটকটি লিখেছেন আপেল মাহমুদদ আর পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকে অভিনয় করেছেন তাবাস্সুম মিথিলা, আরাফান অনিক, জয় কস্তা, এস. আই সাহীদ ও আরো অনেকে। পরিচালক সুত্রে জানা গেছে নাটকটি আগামী শুক্রবার বেসরকারি চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।