এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা: অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানাকে বিচারিক আদালতে হাজির করা হয় না শুনে অ্যাটর্নি জেনারেলের লজ্জা পাওয়ার কথা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার মামলার তারিখে বিচারিক আদালতে আমানুরকে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে অ্যাটর্নি জেনারেল এক আরজি দেন।

আরজির শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি শুনেছি, আদালতে তাকে (এমপি রানা) আনা হয় না।’

এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা। রাষ্ট্র কী করে?’

পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আগামী নির্ধারিত তারিখে এমপি রানাকে বিচারিক আদালতে উপস্থিত করার আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে (স্ট্যান্ড ওভার)। এর ফলে চেম্বার আদালতের দেয়া জামিনের স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়লো।

ওইদিন পর্যন্ত এমপি রানা কোনো জামিন পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ।

বর্তমানে এমপি রানা কাশিমপুর কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারের একার পক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়: শিল্পমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ