পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এডিবির ঋণ ছাড়ের হার অতীতের তুলনায় ভাল। গত বছর এডিবির পাইপ লাইনে আমাদের ঋণ ছিল ছয় কোটি ডলার। সেখান থেকে এডিবি ছাড় করেছে ৮১ কোটি ৩০ লাখ ডলার। তবে ঋণ ছাড়ের এই হার আরেকটু বাড়ানো উচিত বলে ভাইস প্রেসিডেন্টকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং (Wencai Zhang)। সৌজন্য সাক্ষাত শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি আরও বলেন, এডিবির বর্ষ শুরু হয় ডিসেম্বরের শেষে। তাই বছরের প্রথমেই এডিবির চেয়ারম্যানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাত। উনার সঙ্গে আরও ছয়জন প্রতিনিধি ছিলেন। টিমটি গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছে। আগামীকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁয়ে এডিবির বাংলাদেশ অফিসে একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করবেন ভাইস প্রেসিডেন্ট।