স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার বড় জল্পনা থাকলেও এখনই সেদেশ থেকে প্রতিযোগিতা সরাচ্ছে না আইসিসি। জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করতে চায় আইসিসি।
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলা বাকি সব দল খেলতে যেতে রাজি হলেও ভারত বেঁকে বসায় চাপে পড়ে গেছে আইসিসিও। এরই মধ্যে শোনা গেছে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে দক্ষিণ আফ্রিকায়। যদিও আপাতত তা জল্পনার পর্যায়েই রাখছে আইসিসি।
ইতিমধ্যেই আইসিসির পক্ষ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মেইল বার্তা পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দল সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চাইছে না। এরপরই অবশ্য পাকিস্তান বোর্ডও পাল্টা চিঠি দিয়েছে আইসিসিকে। তারাও দাবি জানিয়েছে, যাতে ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানায় কেন খেলতে চাইছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময় ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দলেরই সিরিজ আয়োজন করেছে তাদের দেশ। এক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনও সমস্যাই হওয়ার কথা নয়। তাই কোনওভাবেই সেদেশ থেকে যেন খেলা না সরে। এমনকি সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হাইব্রিড মডেলে আয়োজনের ব্যাপারেও আপত্তি জানিয়েছে পাকিস্তান।
এই আবহেই জানা গেছে, আইসিসির এক ঘনিষ্ঠ সূত্রে, ‘এখনই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরানোর কথাবার্তা চলছে না। আপাতত আয়োজক দেশ পাকিস্তান এবং তাদের দেশে সফররত সমস্ত অংশগ্রহণকারী দলের সঙ্গে সূচি নিয়ে আলোচনা করা হচ্ছে। তাদের সবুজ সংকেত পেলেই সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা নিয়ে জল্পনা থাকলেও, আপাতত তা নিয়ে কোনও আলোচনাই হয়নি।’