এক শিশু আর ২০ বানরের বিস্ময়কর বন্ধন!

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রকৃতি ও প্রাণের সঙ্গে অন্য প্রাণের অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠতে পারে। ভারতের মাত্র ২ বছর বয়সী ছেলে সামার্থ ভানগারি। এই বয়সে ছেলেটি রীতিমতো জঙ্গলবুকের মোগলি চরিত্র হয়ে উঠেছে। দক্ষিণ ভারতের একটি গ্রামে তার বাস। তাকে চেনে না এমন কেউ নেই। এই বাচ্চাটির সব সময়ের সঙ্গী লেঙুর বানরের একটি দল।

২০টিরও বেশি বানরের সঙ্গে তার বন্ধুত্বের ওই গ্রাম এবং তার আশপাশের এলাকার মানুষের কাছে এর গূঢ় রহস্য হয়ে রয়েছে। তাকে প্রায়ই একদল বানরের মাঝে দেখতে পাওয়া যায়। এমনিতে বানরের মানুষের কাছাকাছি আসে। কিন্তু কিছুটা দূরত্ব তো রয়েছেই। কিন্তু সামার্থের কাছে আসতে এবং তার সঙ্গে খেলতে বানরগুলোর বিন্দুমাত্র অস্বস্তি নেই। এরা প্রতিদিনই তাদের ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা করতে আসে।

এমনকি ঘুমিয়ে থাকলেও বানগুলো তার ঘরে এসে রীতিমতো মশারির ভেতর থেকে জাগিয়ে দেয়। স্বাভাবিকভাবেই সামার্থ কোনো তারকার মতোই সুপরিচিতি পেয়েছে। অনেকেই তাকে মোগলি বলে ডাকেন। সূত্র : দুবাই পোস্ট

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে ওষুধের কাঁচামালের গুদামে আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধবুর্জ খলিফাকে ছাড়িয়ে যাচ্ছে ক্রিক টাওয়ার!