এক রাতে ৮টি বসতভিটা পদ্মায় বিলীন, পানিবন্দী ১০ হাজার পরিবার

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :

মুন্সীগঞ্জে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যার পানি ঢুকতে শুরু করেছে। শনিবার সকাল ৯টা থেকে শ্রীনগর ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে বইতে দেখা গেছে।

জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের হাইয়েরপাড়া এলাকায় নদী ভাঙ্গনে ৮টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরো শতাধিক বাড়িঘর ও মসজিদ।গত ৪৮ ঘণ্টায় ভাগ্যকুলে ১২ সেন্টিমিটার পানি বেড়েছে। এছাড়া মাওয়া পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এখানে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৯ সেন্টিমিটার।

জেলার শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা তীরবর্তী একাধিক গ্রামে পানি ঢুকতে শুরু করায় পানিবন্দী হয়ে পড়েছে ৩ উপজেলার প্রায় ১০ হাজার পরিবার। বাড়িঘরের পাশাপাশি রাস্তা ঘাটও ডুবে যেতে শুরু করেছে। এতে এলাকাবাসীর মাঝে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

এদিকে, মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার ইউএনওদের সর্বোচ্চ সতর্কাবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফজলে আজিম।

পূর্ববর্তী নিবন্ধব্যানন : বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবানের বিদায়?
পরবর্তী নিবন্ধউ. কোরিয়াকে ‘ধুলোয় মিশিয়ে’ দেওয়ার হুমকি দিয়ে আমেরিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ