এক মাসের মধ্যে হলি আর্টিসান মামলার চার্জশিট: ডিএমপি কমিশনার

রাজধানী গুলশানের হলি আর্টসানে জঙ্গি হামলার মামলার চার্জশিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, তাড়াহুড়ো করে একটা জিনিসকে নষ্ট করার চাইতে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় অকাট্য যুক্তি সহকারে হলি আর্টিসান মামলার চার্জশিট দেওয়া হবে। আর সেটা মাস খানিকের মধ্যেই দেওয়া হবে। অপরাধীদের শাস্তি হবে মানুষ এটাই চায়।

এ মামলার তদন্তকালে কোথাও বাধাগ্রস্ত হতে হয়নি। সবার সাহায্য সহযোগিতা পাওয়া গেছে বলেও জানান তিনি।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনকে হত্যা করে, যাদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি নাগরিক। বাকি তিনজন ছিলেন বাংলাদেশি। এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুইজন পুলিশ সদস্যও প্রাণ হারান।

পূর্ববর্তী নিবন্ধযুবদলের সম্পাদক সালাহউদ্দিন টুকু কারাগারে
পরবর্তী নিবন্ধঅক্টোবরের মধ্যে সুন্দরবন বনদস্যু মুক্ত করা হবে : র‌্যাব ডিজি