এক মাসের মধ্যে দিতে হবে অস্ত্র ও মাদক মামলার চার্জশিট

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

সারাদেশে যত অস্ত্র ও মাদক মামলা রয়েছে সকল মামলার চার্জশিট এক মাসের মধ্যে জমা দিতে বলেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদেশে একই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের এক নাগরিকসহ চারজনকে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় গাজীপুরের জয়দেবপুরের এসআই আব্দুল হালিমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া মাদক মামলার তদন্ত ও তদারকির জন্য সেল গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক নুরুল ইসলাম শেখের আইনজীবী আব্দুল কুদ্দুস বাদল আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়ন বৈধ
পরবর্তী নিবন্ধঅশ্লীল ভিডিওতে সমালোচিত সালমান মুক্তাদির, ভক্তদের বয়কট