পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে পদ্মার ডুবোচরে দুটি ফেরি আটকে থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হলেও বেলা একটার দিকে তীব্র স্রোতে আরও কয়েকটি স্থানে নাব্যতা সংকটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাটের ম্যানেজার আব্দুস সালাম জানান, সোমবার ভোর ৪টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং রাত দেড়টায় কে-টাইপ ক্যামেলিয়া ফেরি লৌহজংয়ের হাজরা চ্যানেলে আটকা পড়ে। পরে বেলা ১২টার দিকে ফেরি দুটি উদ্ধার করে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর বেলা ১টার দিকে তীব্র স্রোত আর কয়েকটি স্থানে নাব্যতা সংকটে আবার সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। এসব নৌযানে আগের চেয়ে অতিরিক্ত যাত্রী পারাপার হচ্ছে। এদিকে ঘাটে ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।