একুশে বইমেলায় ইসলামী ব্যাংকের ১০% ক্যাশব্যাক অফার

নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অমর একুশে বইমেলা ২০২৫ এ পেমেন্টের ক্ষেত্রে বিশেষ ক্যাশব্যাক অফার চালু করেছে। এই অফারের আওতায় বইমেলায় নির্দিষ্ট স্টলে গ্রাহকরা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ দিয়ে কিউআর পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এছাড়া ইসলামী ব্যাংকের পিওএস মেশিনে ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলেও পাওয়া যাবে ১০% ক্যাশব্যাক। এ অফার ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সর্বনি¤œ ২০০ টাকার কেনাকাটায় প্রযোজ্য হবে। দৈনিক সর্বোচ্চ ১০০ টাকা এবং মেলা চলাকালীন সময়ে সর্বোচ্চ মোট ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার চেয়ে মুকসুদপুর ছাত্রদলের স্মারকলিপি প্রদান