আজ শনিবার ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের তিন বছর পূর্ণ হলো। মামলাটির ৫৬ আসামির মধ্যে ৪৬ জনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ২১ আসামি জামিনে রয়েছেন, পলাতক রয়েছেন ১০ জন। মামলার ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৭ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন, ২৫ জন রয়েছেন কারাগারে।
২০১৪ সালের এই দিনে ফেনী শহরের একাডেমি রোডের অধুনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে একরামকে গুলি করে, কুপিয়ে ও জীবন্ত পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
ঘটনার পর নিহতের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা, ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাবউদ্দিন চৌধুরী মিনারকে প্রধান আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই বছরের ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ১২ জুন মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলাটি জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে বিচারাধীন।