একদিন পর আবারও দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার একদিন সূচক ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল বুধবার আবারও দর পতনে ফিরে এসেছে। গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক কমেছে তবে সামান্য বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএইতে। উভয় শেয়ারবাজারে আজ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে লেনদেনও উভয় শেয়ারবাজারে কমেছে। বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী বলেন, এডিআর নিয়ে এক ধরনের আতঙ্ক থাকলে থাকতে পারে। আমি মনে করি, বারবার পলিসি পরিবর্তন করা ঠিক না। এডিআর সমন্বয়ের কারণে হয় তো বাজারে সাময়িক নেতিবাচক প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘে মেয়াদে চিন্তা করলে তা বাজারের জন্য কোনো ক্ষতিকারক হবে না। কিন্তু বারবার পলিসি পরিবর্তন করলে তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, ‘বর্তমানে বাজার যে উত্থান-পতন দেখা যাচ্ছে তা স্বাভাবিক। টানা এক মাস সূচক বাড়ার কারণে এখন কিছুটা মূল্য সংশোধন হচ্ছে। এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি মনে করি, এডিআরের কারণে কিছু ব্যাংক টাকা তুলে নিলেও বাজারে কোনো ক্ষতি হবে না, যদি তালিকাভুক্ত কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দেয়। ডিএসইর ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৫১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৩ ও ১৯৯৩ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৫ কোটি টাকার। এদিকে ডিএসইতে আজ ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির বা ৩৩ শতাংশের, কমেছে ১৮০টির বা ৫২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির বা ১৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে আজ টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ৩৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৯৬ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে সিঙ্গার বিডি এবং ২১ কোটি ৫ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ১৯ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ২ লাখ ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় সৌদি
পরবর্তী নিবন্ধ৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক