একদিনে রেকর্ড ৭১২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক:

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সাত শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একইসঙ্গে একদিনে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে, আর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪১৬ জনে।

শনিবার (৮ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৯৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৩ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৭৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৮ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন।

গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে ডিসি-এসপিদের দলের পক্ষে কাজ না করার নির্দেশনা
পরবর্তী নিবন্ধকরোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯