নিউজ ডেস্ক:
সামনের সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় একটি ছাড়া সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অফিস শেষে ভোগান্তিতে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দাবিতে সচিবালয়ের সামনে বিকেল ৫টার দিকে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে আসার পরপরই সবগুলো গেট বন্ধ হয়ে যায়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করে থাকেন।
অফিস শেষে কর্মকর্তা-কর্মচারীরা শুধু প্রেস ক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে বের হতে পারছেন।
একসঙ্গে শত শত কর্মকর্তা-কর্মচারী বের হতে চাইলে ওই গেটের সামনে ভিড় জমে যায়। গাড়ি বের হওয়ার ১ ও ২ নম্বর গেট বন্ধ থাকায় কোনো গাড়ি সচিবালয় থেকে বের হতে পারেনি। সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে সচিবালয়ের ভেতরের চত্বরে গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এক নম্বর বা মূল গেটের সামনে সচিবালয়ের ভেতরে অনেক গাড়ি বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করছে।
সচিবালয়ের গেটগুলো বন্ধ থাকলেও সচিবালয়ের ভেতরে এবং বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।