ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলার বনবাংলা গ্রামের এক হতদরিদ্র পরিবারের এতিম রিস্কাচালক হাসান খান। মা বাবা ভাই বোন হারা অসহায় এই রিক্সাচালক ভিটে মাটি নেই তার।ছোট সংসার নিয়ে অবহেলায় দিন কাটাচ্ছেন তিনি।
কখনো ঢাকা কখনো ময়মনসিংহে জীর্বিকা নির্বাহের জন্যে রিস্কা চালান। অসুস্থ স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি দিন কাটাচ্ছেন। সংসার জীবনে কঠিন পরিক্ষা দিতে হচ্ছে তাকে।প্রতি দিন রিস্কাচালিয়ে অসুস্থ স্ত্রী ঔষধ এবং সন্তানের লেখা পাড়ার খরচ চালাতে হচ্ছে তার।
এই এতিম রিস্কাচালক ভিটে মাটি ঘর হারা মানুষটি দীর্ঘ বার বছর যাবৎ সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। তার জীবনের রিস্কা চালানোর পাশাপাশি মানুষের ধারে ধারে ঘুরেছেন একটুকরো জায়গার এবং ঘরের জন্যে।
অসহায় হাসানের জীবনের কষ্টের কথাগুলি শুনে বুক ভরা কান্ন শরীল শিউরে উঠে। তিনি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রায় মোটামুটি অনেক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন একটু জায়গার ও ঘরের জন্যে। জীবনে শেষ আশা ছিল একটি ঘরের।
এক টুকরো জায়গার। তার জন্যে বিগত ১৬/৬/১৯ইং তারিখে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করেন তিনি এবং ঐ তারিখে মাননীয় ভূমি মন্ত্রী বরাবর দরখাস্ত করেন তিনি। হতদরিদ্র এতিম রিস্কাচালক হাসানের কষ্ট যাতে দূর হয় সেই জন্য স্ব হৃদয়বান দানশীল ব্যাক্তির কাছে আকুল আবেদন হাসানের।