উ. কোরিয়ার উপকূলে মার্কিন বোমারু বিমান

পপুলার২৪নিউজ ডেস্ক:
একবিংশ শতাব্দীতে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ‘সবচেয়ে কাছ’ দিয়ে ‍মার্কিন বোমারু বিমান উড়ে গেছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাতে শনিবার এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে সৃষ্ট গুরুতর হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অনেক সামরিক পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে, তা দেখানোর জন্যই এ অভিযান চালানো হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন, ‘একুশ শতকে এটিই যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধবিমান বা বোমারু বিমান উত্তর কোরিয়ার উপকূলের বেসামরিক অঞ্চলের সবচেয়ে উত্তর দিক দিয়ে উড়ে যাওয়া।’

উত্তর কোরিয়ার ‘বেপরোয়া আচরণের’ কারণে তারা যে বার্তা পাচ্ছেন তাকে গুরুত্ব দিয়ে এই অভিযান পরিচালনার কথা জানান তিনি।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন- নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনে উত্তর কোরিয়াকে ‘ধ্বংস’ করবে যুক্তরাষ্ট্র।

ডানা হোয়াইট বলেছেন, ‘উত্তর কোরিয়ার এত কাছে আর কোনো মার্কিন বোমারু বিমান উড়ে যায়নি। আমরা উত্তর কোরিয়ার আচরণ খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

জাতিসংঘে উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের কিছুক্ষণ আগেই এ ঘোষণা দেয় পেন্টাগন।

গত সপ্তাহে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তৃতা দিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে আখ্যায়িত করেন ‘রকেটম্যান’ নামে। তিনি বলেন, বাধ্য হলে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পুরোপুরি ‘ধ্বংস’ করে দেবে।

তার এই হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে পাল্টা হুমকি দেন কিম।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি অতি অবশ্যই ওই বিকারগ্রস্ত উন্মাদ বুড়োকে আগুনে পুড়িয়ে বশ মানাব।

গত ৩ সেপ্টেম্বর নিজেদের ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করে দেশটি। যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জনে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা।

সর্বশেষ পরমাণু পরীক্ষার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে দেশটির ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। জাপানের ওপর ‍দিয়ে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এই নিষেধাজ্ঞার জবাব দেয় উত্তর কোরিয়া।

জাতিসংঘে ভাষণে ট্রাম্পের হুমকির জবাবে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোরও হুমকি দিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ইস্যুতে ভারত-চীনের বক্তব্য বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা সংকট : ফের বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ