বিনোদন ডেস্ক:
কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’। আর এই ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে দুই বাংলায় প্রশংসিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের জন্য মাইলফলক কাজ কলে অভিহিত করেন তিনি।
সেই সিনেমাটি আজ দেখা যাবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘পদাতিক’ ছবিটি দেখানো হবে।
‘পদাতিক’ ছবিটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক- দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।
এ ছাড়া উৎসবে আজ আরও যেসব সিনেমা প্রদর্শিত হবে একনজর দেখে নিতে পারেন-
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
বেলা ১০ টা ৩০ মিনিটে ‘কালাচাকরা’ (রাশিয়া), ‘মন্তে ক্লেরিগো’ (পর্তুগাল), ‘রাইস মি আ ও মেমোরি’ (এস্তোনিয়া)। বেলা ১টায় ‘ইন দা বেলি অব আ টাইগার’ (ভারত), বেলা ৩টায় ‘মেলোডি’ (ইরান)। বিকাল ৫টায় দেখা যাবে সার্বিয়ার সিনেমা ‘বোটলম্যান’।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল অডিটরিয়াম)
বেলা ১০টা ৩০ মিনিটে ‘হোয়েন এভ্রিথিং বার্নস’ ( আর্জেন্টিনা), ‘অ্যাকিউট’ ( ব্রাজিল), নট জাস্ট অ্যানি ডে ( মলদোভা), ‘আলট্রাভায়োলেট’ (বেলজিয়াম), ‘কালেভালা লেজেন্ড অব আইনো’ (রাশিয়া) ‘পুশ’ (রাশিয়া) সিনেমাগুলো দেখা যাবে।
বেলা ১টায় দেথা যাবে ‘এটেভিজম’ ( রাশিয়া), ‘ফার্স্ট অন দা মুন’ (রাশিয়া)। বেলা ৩ টায় ‘ইগো ইস্ট’ (আর্মেনিয়া), ‘হায়াটি’ (তুর্কি), ‘হ্যালো সালমা’ (ইরান), ‘আওয়ার মেমোরি’ (ফ্রাঞ্চ), ‘আওয়ার মাদার’ (ইতালি)।
বেলা ৫ টায় ‘নামহীন গোত্রহীন’ (বাংলাদেশ), ‘আর কতবার বলবো’ (বাংলাদেশ) এবং সন্ধ্যা ৭টায় দেখা যাবে বাংলাদেশের ‘আনারকলি’ ও ইরানের ‘বারেন’ সিনেমা।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
বেলা ১০টা ৩০ মিনিটি ‘ড্রিমিং এন্ড ডায়িং’ (ইন্দোনেশিয়া), বেলা ২টা ৩০মিনিটে ‘প্রজেক্টসনিস্ট’ (ইরান) ও বেলা ৪টা ৩০মিনিটে ‘পারফর্মিং কাওয়েও স ফিউনার’ (জাপান) সিনেমা দেখানো হবে।
শিল্পকলা একাডেমি (ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটরিয়াম)
বেলা ১০টা ৩০ মিনিটে ‘আ সামার’স এন্ড পোয়েম’ ( চীন), ‘আই কুড হ্যাভ লিভড বিকজ অব ইউ’ (সিরিয়া), ‘বিয়ন্ড দা ওয়েস’ (তুর্কি) বেলা ১ টা ‘সো লং ফর লাভ’ (চীন) বেলা ৩টা ৩০ মিনিটে ‘সানডে’ (উজবেকিস্তান), বেল ৫টা ৩০মিনিটে- ‘দা সাউন্ড ইস লাউড’ (বাংলাদেশে), দা রিবার্থ অব বাংলাদেশ (বাংলাদেশ), ডিসকানেক্টেড (বাংলাদেশ), চাঁদ আকাশের গল্প (বাংলাদেশ), পথ (বাংলাদেশ), জুলাইয়ের চিঠি (বাংলাদেশ), সহযাত্রা (বাংলাদেশ) সিনেমাগুলো দেখানো হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন
সাড়ে ১০টায় প্রদর্শিত হবে ‘দ্য রিকারেন্ট পেশেন্টস’ (মেক্সিকো), বেলা ১টায় ‘পারসোনাল পারসিসটেন্স’ (চীন), বেলা ৩টায় ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিজস্তান) এবং ক্রোয়েশিয়া, জার্মানি, মন্টিনিগ্রো, সার্বিয়ার যৌথ নির্মাণের সিনেমা ‘দ্য টাওয়ার অফ স্ট্রেন্থ’ বেলা ৪টা ৩০ মিনিটে দেখানো হবে এই মিলনায়তনে।
গ্রিন বিশ্ববিদ্যালয় মিলনায়তন
সাড়ে ১০টায় ‘ইন ফ্লেমস’ (যৌথ-কানাডা ও পাকিস্তান), বেলা ১টায় ‘পারসোনাল পারসিসটেন্স’ (চীন), বেলা ৩ টায় ‘বারেন’ (ইরান) ও বেলা ৫টায় ‘বিগ স্নেক অফ আল্লি-কেল’ (রাশিয়া) সিনেমাগুলো দেখানো হবে।