মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের বিভিন্ন উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাভোকেট উম্মে রাজিয়া কাজল প্রধান অতিথি হিসেবে ২০ সেপ্টেম্বর বুধবার দিন ব্যাপি মুকসুদপুর কাশিয়ানি এলাকার ৬ টি উম্মুক্ত জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করেন।
মুকসুদপুর উপজেলা মৎস অফিসার দেবদুলাল সাহা জানান সরকারের মৎস বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব তহবিলের আওতায় মুকসুদপুরের সুলতান মুন্সীর বিল, আলফাডঙ্গার বিল, নওখন্ডা দেলোয়ারের বাড়ীর পাশের বিলে বিভিন্ন দেশী প্রজাতির ৬শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় সংসদ সদস্য এ্্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি প্রধান অতিথি হিসেবে এই মাছের পোনা অবমুক্ত করেন। এসময় জেলা মৎস অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, মুকসুদপুর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা নাসির মুন্সী, কাশিয়ানি সেচ্ছাসেবক লীগ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা তৈাফিক আহমেদ বিপ্লব এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।