উপজেলা নির্বাচন : আ.লীগের এক ডজন নেতা মাঠে

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ৫টি আসনে মনোনয়নবঞ্চিত এক ডজন আ.লীগের নেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আ.লীগের নেতারা ইতোমধ্যে প্রচারণাও শুরু করে দিয়েছেন। মনোনয়নবঞ্চিতদের আশা জয়ী হওয়া সাংসদরা আসন্ন নির্বাচনে তাদের সহযোগিতা করবেন।
তাহিরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণাসিন্ধু চৌধুরী বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মনজুর আহমদ। ধর্মপাশায় উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, যুগ্ম সম্পাদক শামীম আহমদ মুরাদ। জামালগঞ্জে জেলা আ.লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জেলা আ.লীগ নেতা ইউসুফ আল আজাদ লড়তে চান। শাল্লায় প্রচারণা শুরু করেছেন জেলা আ.লীগের সহ-সভাপতি অবনীমোহন দাস। আসনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী আবুল কালাম প্রচারণা শুরু করেছেন। সদর উপজেলায় জুনেদ আহমদ। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে উল্লেখযোগ্য সংখ্যক ভোটও পেয়েছিলেন। ছাতকে জেলা আ.লীগের তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী ও মাওলানা আক্তার হোসেন। দোয়ারাবাজার উপজেলা আ.লীগের একাংশের সভাপতি ফরিদ আহমদ তারেক প্রচারণা শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলার আসামি পরীক্ষা ২১ জানুয়ারি
পরবর্তী নিবন্ধটিআইবির প্রতিবেদন ‘পূর্বনির্ধারিত মনগড়া’ : ইসি