পপুলার২৪নিউজ প্রতিবেদক:
টানা ৫ কার্যদিবস ধরে আর্থিক লেনদেন উত্থানে রয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ সময় মূল্য সূচক বেড়েছে ৩ কার্যদিবস ও কমেছে ২ কার্যদিবস।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে ডিএসইতে আর্থিক লেনদেন বাড়ছে। এক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারির ১ হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার লেনদেন বৃহস্পতিবার দাড়িয়েছে ১ হাজার ৩৩৩ কোটি ১৫ লাখ টাকায়। এ হিসাবে ৫ কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৭৯ কোটি ৫৪ লাখ টাকা বা ২৬.৫৩ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ০.৫১ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৬২৫ পয়েন্টে। এর আগের দুই কার্যদিবসে ধারাবাহিকভাবে ২১ পয়েন্ট ও ২২ পয়েন্ট বেড়েছিল।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে ১২৬টি বা ৩৮.৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৬৪টি বা ৫০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি বা ১১.৫৯ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৫৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস।
লেনদেনে এরপর রয়েছে- বারাকা পাওয়ার, আরএসআরএম স্টিল, বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস, এ্যাপোলো ইস্পাত, একটিভ ফাইন কেমিক্যাল, এএফসি অ্যাগ্রো বায়োটেক ও আইডিএলসি ফাইন্যান্স।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৫৬৪ পয়েন্টে। বাজারটিতে ৮৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৫টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৩টির।
আগের দিন সিএসইর সিএসসিএক্স মূল্য সূচক ৩১ পয়েন্ট বেড়েছিল। আর লেনদেন হয়েছিল ৮০ কোটি ৩২ লাখ টাকার।