উত্তর কোরিয়াকে ভয়ে থাকা উচিত : ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক :

উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি। আর চলমান এই যুদ্ধাবস্থার মধ্যেই উত্তর কোরিয়াকে ‘বেশ সতর্কতার সঙ্গে’ এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিউজার্সিতে নিজের গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর কোনো আক্রমণের চিন্তা করে থাকলে উত্তর কোরিয়াকে খুবই ভয়ে থাকা উচিত। ‘

এদিকে এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘অল্প কিছু দেশের মতো উত্তর কোরিয়ার সাম্রাজ্যও বিপদে পড়বে। তার পূর্বসূরিরা উত্তর কোরিয়ার ব্যাপারে দুর্বল ছিলেন, কিন্তু তিনি এমনটা করবেন না’ বলেও জানিয়েছেন ট্রাম্প।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুয়ামে এ মাসের মধ্যেই হামলা চালানোর হুমকি দেয়ার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই ধরণের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এর আগে, ঘাঁটিটিতে হুয়াসং-১২ নামের চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দেয় উত্তর কোরিয়া।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে পরিচিত ‘গুয়াম’ বিমান ঘাঁটি।                                                                        -সূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধইউরোপের সেই ক্যাম-গার্লদের গল্প
পরবর্তী নিবন্ধঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৯