উত্তরায় গার্ডার দুর্ঘটনা: বেঁচে রইলেন শুধু নবদম্পতি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় গার্ডারের নিচে চাপা পড়া প্রাইভেট কারের যে দুজন আরোহী প্রাণে বেঁচে গেছেন, তাঁরা নবদম্পতি। তাঁদের বউভাতের অনুষ্ঠান শেষ করে স্বজনেরা মিলে ওই প্রাইভেট কারে করে আশুলিয়ার বাসায় ফিরছিলেন।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে তাঁরা দুর্ঘটনার শিকার হন। বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় তাঁদের প্রাইভেট কারের ওপর পড়ে।

ঘটনার পরপরই হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তখনো গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারের মধ্যে আটকা ছিলেন পাঁচজন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গার্ডারটি সরিয়ে প্রাইভেট কারের মধ্য থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাইভেট কারের ভেতরে চাপা পড়ে আছেন অন্তত তিনজন, তাঁরা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সবাই হৃদয় ও রিয়া মনির বউভাতের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই অনুষ্ঠান শেষে দক্ষিণখানের কাওলা থেকে আশুলিয়ায় ফিরছিলেন তাঁরা।

পূর্ববর্তী নিবন্ধউত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ে ৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যার সুবিধাভোগীদের সৃষ্ট উপজাত বিএনপি: তথ্যমন্ত্রী