সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখন থেকে ঢাকায় বসে উজানচরের প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। উজানচরের প্রকল্প উজানচরে বসেই বাস্তবায়ন করতে হবে। এছাড়া চর অঞ্চলের জন্য কেনা গাড়ি প্রকল্প বাস্তবায়ন এলাকায় থাকতে হবে।
আজ সোমবার (১৩ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর নিজ কার্যালয়ে চর নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল চর অ্যালায়েন্স’ সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার চরের উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প পরিচালকদের উচিত হবে চরে থেকেই প্রকল্প বাস্তবায়ন করা। চরের মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র। সুতরাং চর এলাকার প্রকল্প বাস্তবায়ন করতে আরো মানবিক হতে হবে। চর এলাকায় নিরাপদ, স্যানিটেশন, বিদ্যুৎ নিশ্চিত করা।’
মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার অন্য সকল গোষ্ঠির মতো এই গোষ্ঠির প্রতিও অত্যন্ত সংবেদনশীল। এজন্য প্রতি বছর চরে বসবাসরতদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়, দুর্ভাগ্যজনকভাবে সেগুলো ব্যয় করা হয় না। কেন ব্যয় করা হয় না, সরকারি টাকা ব্যয় করার জন্য বিশেষ কিছু বিধি-বিধান আছে, সেগুলা পালন করে, কে নিবে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নাই। চরকে টার্গেট করে একটা সংস্থা গড়ে তোলা দরকার। এ জন্য সময় লাগবে’।
তিনি আরো বলেন, ‘সরকার স্থাপিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিকেএসএফ মোটামুটি বিস্তৃতি আছে। তারা পিকেএসএফকে চরের জন্য বরাদ্দ দেয়া টাকা ব্যয়ের জন্য বলেছে। আমি মনে করি, এখানে সম্ভাবনা আছে। এ নিয়ে আমি কথা বলব। চরবাসির পানি, সেনিটেশন ব্যবস্থার উন্নয়নের প্রতি বেশি জোর দেয়া দরকার।
বৈঠকে মূল বক্তব্য উপস্থাপনের সময় কেয়ার বাংলাদেশের অ্যাডভোকেসি কো-অরডিনেটর আসিফ ইমরান খান জানান, চরবাসিদের জন্য ২০১৫-১৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৫০ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে দেয়া হয়েছে ২০০ কোটি টাকা। চরবাসিদের জন্য সরকারের কোনো দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান না থাকায়, তা ব্যয় করা সম্ভব হয়নি।
এ সময় আরো জানানো হয়, চর, দ্বীপচর, উপকূলীয় চর, অস্থায়ী চর সবমিলিয়ে ৩২ জেলায় প্রায় এক কোটি মানুষ বাস করেন। জোটের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়, চরের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে একটি চর ফাউন্ডেশন বা বোর্ড গঠন করার। চরবাসীদের জন্য এরকম কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান না থাকায় তাদের জন্য বরাদ্দ দেয়া সরকারি অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছরের চরবাসীর উন্নয়নে যে বাজেট বরাদ্দ দেয়া হবে, তা ব্যয় করা সম্ভব হবে।
এরকম একটি প্রতিষ্ঠান গড়াও সময় সাপেক্ষ। তাই এরকম একটি প্রতিষ্ঠান হওয়ার আগ পর্যন্ত বাজেটে তাদের জন্য বরাদ্দ দেয়া অর্থ সরকার স্থাপিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে ব্যয় করার প্রস্তাব দেয় ন্যাশনাল চর অ্যালায়েন্স। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে চরবাসীদের জন্য বরাদ্দ দেয়া টাকা খরচ করার জন্য পিকেএসএফের মাধ্যমে দেয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।