নিজস্ব প্রতিবেদক:
নতুন বছর আগমনে উৎসবের নামে কোনো অপস্কৃতি না করার অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আমাদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোন কিছু করা যাবে না। রাজধানীর অভিযাত এলাকাসহ (গুলশান, বনানী বারিধারা, ধানমন্ডি) বিভিন্ন স্থানে যদি কেউ মাতাল হয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তবে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে র্যাব।
এছাড়াও উচ্চ স্বরে হর্ন বা মাইক বাজিয়ে জন মানুষকে বিরক্ত করা যাবে না।
শুক্রবার (৩১ ডিসেম্বর) নতুন বর্ষের উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ বিষয়ে রাজধানীর গুলশান-২ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক (ডিজি)।