পপুলার২৪নিউজ ডেস্ক:
২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উচ্চহারে ভ্যাট ও শুল্কারোপের ফলে অনেক পত্রিকা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা।
সংসদের বাজেট অধিবেশনে রবিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা এসব কথা বলেন।
সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, গত নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়ে দেশকে অনিবার্য সঙ্কট ও সাংবিধানিক শূন্যতা থেকে রক্ষা করেছে। কিন্তু এবারের বাজেটে গাধা, খচ্চরের ওপরে ভ্যাট প্রত্যাহার করা হলেও উচ্চহারে ভ্যাট ও শুল্কারোপের ফলে দেশের গণমাধ্যম অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে। অনেক পত্রিকা এর ফলে বন্ধ হয়ে যেতে পারে।