উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার সকাল ৯টায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটকের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত ইয়াবাপরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালী ব্রিজের ওপর অভিযান চালায় র‌্যাব ১৫-এর একটি অভিযানিক দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তির বস্তা তল্লাশি করে দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকা।

ওই রোহিঙ্গা যুবক মিজান দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

পূর্ববর্তী নিবন্ধঢাবি ছাত্রী ধর্ষণ: মজনুর যাবজ্জীবন কারাদণ্ড
পরবর্তী নিবন্ধ৫ গন্তব্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত