ঈদ উল আযহাকে সামনে রেখে বেড়েছে সকল প্রকার মসলার দাম

নিজস্ব প্রতিবেদক : অপরিবর্তিত রয়েছে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম। এছাড়া সবজিতে কেজিতে প্রতি কমেছে ১০ টাকা। এছাড়া অপরিবর্তিত রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি, লবণসহ অন্যান্য মুদিপণ্য দাম। আগের দামই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংসের দাম।
গতকাল রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর বাজার, মানিকনগর কাঁচাবাজার, খিলগাঁও বাজার, সেগুনবাগিচাসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
মানিকনগরের কাঁচাবাজার ব্যবসায়ী আরিফ বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির কারণে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। ফলে সবজির দাম কমেছে। গত সপ্তাহের চেয়ে সব ধরণের সবজিতে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। এছাড়া কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে কাঁচামরিচের দাম। বাজারভেদে পাকা টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি, গাজর ৬০ থেকে ৮০ টাকা কেজি এবং শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে এ তিনটি পণ্য এমন দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, আমদানিকৃত চায়না আদা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। দেশি আদা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। আমদানিকৃত চায়না রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা।
বাজারে প্রতিকেজি এলাচ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা, জয়ত্রী ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকা, লবঙ্গ ৭০০ টাকা, গোল মরিচ ৬০০ থেকে ৭০০ টাকা, জিরা ৩৫০ থেকে ৪০০ টাকা, দারুচিনি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। আর কিছুটা নিম্নমানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা।
এদিকে, মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে বেড়েছে দেশি ও কক মুরগির দাম। তবে ব্রয়লার মুরগি আগের সপ্তাহের মতো ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি। পাকিস্তানি কক মুরগি প্রতিপিস বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৮০ থেকে ২২০ টাকা কেজি। সে হিসেবে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। দেশি মুরগির দামও বেড়েছে। প্রতিপিস দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩২০ থেকে ৪০০ টাকায়। সে হিসেবে প্রতিপিস দেশি মুরগির দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা।
বাজার ভেদে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৭০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি।
বাজারে এখন বেশির ভাগ সবজির দাম ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি দাম কমেছে কাঁচামরিচের। বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।
বন্যার পানি ছড়িয়ে পড়ায় সব জায়গায় এখন মাছ পাওয়া যাচ্ছে। ফলে গত সপ্তাহের দামেই বিক্রি হতে দেখা গেছে সবধরনের মাছ। খুচরা বাজারে ইলিশের এক কেজি বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা। জাটকা কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে পাঙাশ মাছ। রুই মাছ ২৮০ থেকে ৩৫০ টাকা, কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা, নলা ১৮০ থেকে ২০০ টাকা, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৩৫০ থেকে ৪৫০ টাকা, শিং ৬০০ থেকে ৭০০ টাকা, বাইলা ৪৫০ থেকে ৬০০ টাকা, আইড় ৩৫০ থেকে ৫০০ টাকা, বোয়াল ৫০০ থেকে ৬০০ টাকা ও চিতল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি।
আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও অন্যান্য মুদিপণ্য। বাজারে নাজির শাইল চাল ৫৮ থেকে ৬০ টাকা, মিনিকেট ৫৫ থেকে ৫২ টাকা, স্বর্ণা ৩৫ থেকে ৩৮ টাকা, বিআর-২৮ নম্বর ৩৮ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধসপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন ২০৩ কোটি টাকা বেড়েছে
পরবর্তী নিবন্ধআমি মন্ত্রী থাকলে ১০ ঘণ্টার মধ্যে ওষুধ আনতাম: অলি আহমদ