ঈদ উপলক্ষ্যে অসহায় বাবা মায়েদের পাশে পথশিশু সেবা সংগঠন

গোপালগঞ্জ প্রতিনিধি:

ঈদ উপলক্ষ্যে গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমে থাকা অসহায় বাবা মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পথশিশু সেবা সংগঠন।
শনিবার দুপুরে জেলার কাশিয়ানী উপজেলার হাইসুর বৃদ্ধাশ্রমে তাদের সকলের হাতে নতুন শাড়ি, লুঙ্গি ও ফতুয়া তুলে দেন এই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি, হাইসুর বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাইসুর বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস বলেন, এই সংগঠনের সদস্যরা অতীতেও বিভিন্ন উপহার, খাদ্য সামগ্রী দিয়ে অসহায় বাবা মায়েদের পাশে থেকেছেন। এবারো তারা বৃদ্ধাশ্রমে থাকা সবাইকে ঈদ উপহার দিলেন। এই সংগঠনের মানবিক কার্যক্রমে আমারা সবাই খুশি হয়েছি। তাদের সকলের সাফল্য কামনা করছি।
সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি জানান, গত ৫ বছর ধরে পথশিশু ও অসহায় মানুষদের জন্য কাজ করছে পথশিশু সেবা সংগঠন। বিভিন্ন উৎসব ও দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকা তাদের উদ্দেশ্য। এবারের ঈদে বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েদের মাঝে ১৪টি শাড়ি, ৭টি লুঙ্গি ও ৭টি ফতুয়া উপহার দেয়া হয়েছে। আগামীতেও মানব কল্যাণে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে তার সংগঠনের সদস্যরা।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকার জন্য একশ্’টি অক্সিজেন সিলিন্ডার দিলেন
পরবর্তী নিবন্ধঈদে ওয়ালটনের নতুন অর্ধ-শতাধিক মডেলের ফ্রিজ