পপুলার২৪নিউজ ডেস্ক: “ময়ূরপঙ্খী শিশু কিশোর সমাজকল্যাণ সংস্থা” এর উদ্যোগে ঢাকার মিরপুর ৬ নং সেকশনে “ময়ূরপঙ্খী” প্রধান কার্যালয়ের সামনে সুবিধা বঞ্ছিত শিশু ও নারীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। এই সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সকলের পরিচিত রুহিত সুমন ও ভাইস চেয়ারম্যান সাথী খান সকলের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী প্রদান করেন। রুহিত সুমন আমাদের জানান যে তারা পবিত্র ঈদকে সামনে রেখে নিজেদের সাধ্য মত সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে এই সামান্য উপহার সামগ্রী দিতে পেরে কিছুটা আত্মীক তৃপ্তি অনুভব করছেন । তাদের এই কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি তারা কৃতজ্ঞতা স্বীকার করেন। রুহিত সুমন বলেন “আশা করি সকলের সহযোগিতা নিয়মিত অব্যাহত থাকবে এবং সকলের ক্ষুদ্র প্রচেষ্টায় দূর হবে আধাঁর, জয় হবে মানবতার।” যখনই মানুষকে কোনো বিপদের পরিস্থিতিতে পরতে হয়েছে তখনই তাদের পাশে দাঁড়াতে সর্বদা ছুটে এসেছে “ময়ূরপঙ্খী” এবং এই ভয়াবহ পরিস্থিতিতেও থেমে থাকেন নি তারা। রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে করোনা মহামারী পরিস্থিতিতেও নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, সুবিধা বঞ্চিত শিশু, নারী, অসহায় ও রিক্সাচালক ভাইদের খাদ্য ও ইফতার সামগ্রী প্রদানসহ নানামুখী কর্মসূচিত গ্রহণ করে এই “ময়ূরপঙ্খী” সংস্থাটি । কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন, আবুল হাছান, হৃদয় রহমান, নাভিদ চৌধুরী, রবিউল ইসলাম, ইঞ্জি. মোঃ আলাউদ্দিন, জুনায়েদ খান, ফারহানা আফরোজ, তামান্না মোহনা, শাহরিয়ার কবির, ইফতি মারুফ, সাইদুর রহমান, জুনায়েদ সিদ্দিকী, আব্দুল আলিমসহ অনেকেই ।