অনলাইন ডেস্ক : এবার ঈদ উল ফিতরের সময় মিয়ানমারে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। ঈদের নামাজ পড়তে আসা মুসলিমদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তারা মুসলিমদের শান্তির প্রতীক সাদা গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। অথচ মাত্র তিন সপ্তাহ আগেই মুসলিমদের মসজিদে নামজ পড়তে বাধা দিয়েছিলো কট্টরপন্থী বৌদ্ধরা। এরপরই সাইনদিতা নামের এক মধ্যপন্থী বৌদ্ধ ভিক্ষু মুসলিমদের ফুল দেয়ার উদ্যোগ নেন।
রোজার সময় মিয়ানমারের ২৩টি স্থানে মুসলিমদের মধ্যে প্রায় ১৫ হাজার ফুল বিতরণ করা হয়েছে। এই গোলাপ বিতরণ কর্মসূচির মাধ্যমে তারা জঙ্গিদের একটি বার্তা দেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে থেত সোয়ে উইন একজন তরুণ বৌদ্ধ ধর্মাবলম্বী জানান, ‘সাদা গোলাপের মাধ্যমে আমরা জঙ্গিদের এই বার্তা দিতে চাইছি যে, তাদের অন্যায় যুক্ত মিয়ানমারের অধিকাংশ নাগরিক সমর্থন করে না।’
এর আগে নামাজ পড়তে বাধা দেয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মুসলিমরা। তুন তুন সোয়ে নামের এক মুসলিম নাগরিক বলেন, ‘যখন তারা আমাদের নামাজ পড়তে বাধা দিয়েছিলো তখন আমরা দুঃখ পেয়েছিলাম ও ক্রুদ্ধ হয়েছিলাম। তবে এবার গোলাপ পেয়ে খুশি মুসলিমরা।
তিন মিন্ট নামের একজন মুসলিম নাগরিক বলেন, ‘সাদা গোলাপ পেয়ে আমরা খুবই খুশি। রোজার সময় অনেক বৌদ্ধ সত্যিই আমাদের রক্ষা করেছে।’
তবে মুসলিমদের গোলাপ দিচ্ছে বলেই যে মিয়ানমার বদলে যাচ্ছে এমনটি ভাবা ঠিক হবে না। কারণ, সেখানকার মুসলিম সংখ্যালঘুরা রাষ্ট্রীয়ভাবেই নানা রকম বৈষম্য আর নির্যাতনের শিকার।
বৌদ্ধ প্রধান দেশ মিয়ানমারের মাত্র ৪ শতাংশ মানুষ মুসলিম যাদের অধিকাংশিই রোহিঙ্গা। কিন্তু তাদের নাগরিক বলে স্বীকার করতে চায় না মিয়ানমার সরকার। তাদের ওপর বিভিন্ন সময়ে তাদের ওপর নানা নির্যাতন চালিয়ে আসছে মিয়ানমারের প্রশাসন ও কট্টর বৌদ্ধ ধর্মবলম্বীরা। ২০১৭ সালের মাঝামাঝিতে ব্যপক সামরিক নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৭ লাখের বেশি মুসলিম। এর আগে থেকেই এখানে অবস্থান করছে ৩ লাখের বেশি রোহিঙ্গা। এত বিপুল সংখ্যাক শরণার্থীর ভারে ন্যুজ হয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। কিন্তু বাংলাদেশ সরকার বারবার এসব শরণার্থীদের ফিরিয়ে নেয়ার দাবি করলেও এতে সাড়া দিচ্ছে না মিয়ানমার। সূত্র: ডয়েচে ভেলে