বিনোদন ডেস্ক:
গেল রোজা ঈদে একে একে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলোকে কেন্দ্র করে অনেকদিন পর জমে উঠেছে ঢালিউডের ব্যবসা। মুনাফার মুখ দেখলেন প্রযোজকেরা। আর হলগুলো পেয়েছে দর্শকের দেখা। বলা চলে বছরজুড়ে ভর্তুকি দিয়ে চালু রাখা প্রেক্ষাগৃহগুলো মূলত রোজা ঈদের আয় দিয়েই টিকে থাকে।
এবার মুক্তি পেয়েছে দেশসেরা নায়ক শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। তমা মির্জাকে নিয়ে আফরান নিশো উপহার দিয়েছেন ‘দাগি’। সিয়াম দুই নায়িকা বুবলী ও দিঘীর সঙ্গে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন ‘জংলি’ সিনেমায়। আগের দুটি পর্বের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও ভালোই চলেছে সজল অভিনীত ‘জ্বিন ৩’ সিনেমাটি। এবার তার সঙ্গে নায়িকা হিসেবে যোগ দিয়েছেন নুসরাত ফারিয়া। এদিকে প্রচারের আড়ালে থাকলেও এবারের ঈদে ব্যতিক্রমী এক সিনেমা হিসেবে আলোচনায় এসেছে শরাফ আহমেদ পরিচালিত প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’। মোশাররফ করিম অভিনীত সিনেমাটি ভালো দর্শক টেনেছে।
ছবির গল্প, শিল্পী, মিউজিক, গ্রাফিক্স অনন্য হয়ে উঠেছে মেধাবী সব নির্মাতাদের মুন্সিয়ানায়। তবে এবার নজর কেড়েছে ছবিগুলোর মেকাপ বা রুপসজ্জার কারুকাজ। ঈদের ছয়টি ছবিতেই মেকাপশিল্পীদের নৈপূণ্য ফুটে উঠেছে। সাধারণত সিনেমার পেছনের এই কারিগরদের নিয়ে খুব একটা আলোচনা হয় না। শিল্পীর লুক নিয়ে প্রচুর গল্প-প্রশংসা চললেও যাদের হাতের জাদুতে শিল্পীরা নিখুঁত হয়ে ধরা দেন পর্দায় তারা থেকে যান আড়ালেই।
এবারের ঈদের সিনেমাগুলোতে শিল্পীকে চরিত্র অনুযায়ী সাজিয়ে তুলেছেন কারা, আমরা জানতে চেষ্টা করেছি সেই নামগুলো। ঈদের সবচেয়ে সফল সিনেমা ‘বরবাদ’। এই ছবিতে শাকিব খানের বেশ কিছু লুকই দর্শকের মন জয় করেছে। শাকিবকে একদম নতুন আঙ্গিকে তুলে ধরেছেন তারই ব্যক্তিগত মেকাপম্যান সবুজ খান। তিনি দীর্ঘদিন ধরেই শাকিবের সঙ্গে আছেন। চরিত্র অনুযায়ী অভিনেতাকে পর্দায় তুলে ধরেন। এর আগেও সম্রাট, মেন্টাল, শিকারী ছবিগুলোতে শাকিবকে নতুন লুকে আলোচনায় এনেছিলেন তিনি। আর গেল বছর ‘প্রিয়তমা’ ছবিতে বৃদ্ধ লুকে শাকিবকে উপস্থাপন করে হইচই ফেলে দিয়েছিলেন সবুজ। তবে ‘বরবাদ’ ছবির মেকাপের দায়িত্ব তিনি একা সামলাননি। ছবির অন্যান্য শিল্পীদের মেকাপ দিয়েছেন ভারতের এক রুপসজ্জাশিল্পী।
আয়ের হিসেবে ‘বরবাদ’ ছবির পরই রয়েছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ ছবিটি। এই সিনেমায় আফরান নিশোর লুকটি বেশ পছন্দ হয়েছে দর্শকের। তমা মির্জারাও ছিলেন উপযুক্ত মেকাপে সপ্রতিভ। সিনেমার চরিত্রেগুলোর নজরকাড়া রূপসজ্জার দায়িত্ব পালন করেছেন আতিয়া রহমান সেতু। বাংলাদেশে তিনিই প্রোস্থেটিক মেকআপের ক্ষেত্রে অগ্রবর্তী। এর আগে ‘কারাগার’ সিরিজসহ বিভিন্ন সাড়া জাগানো সিনেমা ও ধারাবাহিকে তার কাজ অত্যন্ত প্রশংসা পেয়েছে।
সিয়াম সুযোগ পেলে নিজেকে অভিনেতা হিসেবে কতোটা তুলে ধরতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইবে ‘জংলি’ সিনেমাটি। এই সিনেমায় দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন তিনি। আর ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সিয়ামের রুক্ষ-হিংস্র লুক। ছবিতে তার এই লুকের মেকাপ করেছেন আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া মনির হোসেন। ছবির মেকাপের দায়িত্বে তার সঙ্গে আরও ছিলেন খোকন মোল্লা।
‘জ্বিন ৩’ ছবিজুড়ে মূলত গ্রাফিক্স আর মেকাপের খেলাই দেখা গেছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিজেদের স্টুডিওতেই ছবির সব গ্রাফিক্স সেরেছেন। আর এ ছবির শিল্পীদেরও মেকাপ দিয়েছেন মনির হোসেন।
দেশের মেকাপ অঙ্গনে জনপ্রিয় নাম রুবামা ফাইরুজ। অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। মেকাপের উপর আছে তার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা। এই রুবামা মেকাপের দায়িত্ব পালন করেছেন ঈদের বাকি দুই সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘চক্কর ৩০২’র। তারমধ্যে জানা গেছে, ‘অন্তরাত্মা’ ছবির মেকাপের কাজ একাই করেছেন তিনি। তবে ‘চক্কর ৩০২’ সিনেমায় তার সঙ্গে আরও কাজ করেছেন ইমরান ও কামরুল। মূলত রুবামা ছবিটিতে চারদিন কাজ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর যোগ দেন ইমরান। তারও পরে আসেন কামরুল। তিনি মেকাপশিল্পীর সুনিপুণ দক্ষতায় পর্দায় অনন্য হয়ে উঠেছেন ‘চক্কর ৩০২’ সিনেমার শিল্পীরা।