পপুলার২৪নিউজ প্রতিবেদক :
ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদুল আজহার আগের তিনদিন ও পরের তিনদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশুবাহী ট্রাক ব্যতীত অন্যান্য সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
মঙ্গলবার বিআইডব্লিউটিএ ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আসন্ন ঈদ উপলক্ষে নৌপথে যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, ঈদের সময়কালীন স্বাভাবিক লঞ্চ চলাচল যাতে ব্যাহত না হয় এজন্য নৌপথে সকল ধরনের জাল পাতা বন্ধ এবং নৌযানে পর্যাপ্ত বয়া, বাতি ও মার্কিংয়ের ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।